Logo
Logo

রাজধানী

লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২১:১০

লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানী ঢাকার লালবাগে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মো. মাহবুব আলম (৩৯) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত মাহবুব আলম ব্যাটারি চালিত অটো রিকশাচালক ছিলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে লালবাগের জে এন শাহ রোডে অবস্থিত লিবার্টি ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই সময় দুই কিশোর পুলিশকে অবহিত করেন যে, লিবার্টি ক্লাবের সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ সেখানে গিয়ে দেখে, নিহত মাহবুব আলমের শরীরে পুরনো ব্যান্ডেজ পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সেলিম মিয়া জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মাহবুব আলমকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে গেছে। তার ডান হাত, দুই পায়ের ঘিরা এবং পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মৃতদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহতের মামা আলাউদ্দিন জানান, মাহবুব আলম মঙ্গলবার রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বাইরে বের হয়েছিলেন। ভোর ৫টার দিকে তাকে হত্যার খবর পান। তিনি আরও জানান, ১৫ দিন আগে ওই এলাকায় তাকে দুষ্কৃতকারীরা মারধর ও ছুরিকাঘাতে আহত করেছিল। এরপর তিনি শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরিবারের ধারণা, পূর্বের হামলাকারীরাই এই হত্যার পেছনে রয়েছে। তবে তারা তাদের চেনেন না।

মাহবুব আলম মাদারীপুর সদর উপজেলার চর মাগুরিয়া গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। তিনি লালবাগ শহীদ নগর ৮নং গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন এবং এক সন্তানের জনক ছিলেন।

এআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর