গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:২২
ছবি : সংগৃহীত
রাজধানীর গাবতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই রাব্বানি শেখ।
বুধবার (১ জানুয়ারি) রাতে গাবতলীর দ্বীপনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় মুকুল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর রাত ১০টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বানি শেখ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত মুকুল শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে।
নিহতের ভাই রাব্বানি শেখ জানিয়েছেন, তারা দুই ভাই মিরপুরের গাবতলী এলাকায় দিনমজুরের কাজ করেন। গাবতলীর দ্বীপনগর এলাকায় থাকেন তারা।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে গাবতলীর দ্বীপনগর এলাকায় ইসহাক, লোকমান, কামরুল, লালু, রবিউল ড্রাইভার, ওয়াজেদ ফকির, আনোয়ার, জাহাঙ্গীর, হালিমসহ প্রায় ১৫/২০ জন পথরোধ করে তাদেরকে হাতুড়ি, লোহার পাইপ দ্বারা পিটিয়ে আহত করে। তাদের মধ্যে মুকুল শেখ বেশি আক্রমণের শিকার হন।
রাব্বানি জানান, আশপাশের লোকজনের সহযোগিতায় মুকুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এআই/এসবি