Logo
Logo

রাজধানী

বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৪

বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ভিক্ষাবৃত্তি করতেন এবং তার মানসিক অবস্থাও কিছুটা অসংলগ্ন ছিল।

নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ক্রাইম সিন ইউনিটের সহায়তায় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই রেজাউল। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এআই/এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর