Logo
Logo

রাজধানী

জুমার নামাজের সময় সীমান্ত স্কয়ারে দুর্ধর্ষ চুরি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:১১

জুমার নামাজের সময় সীমান্ত স্কয়ারে দুর্ধর্ষ চুরি

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজ চলাকালে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা বাংলাদেশের খবরকে নিশ্চিত করেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুপুর ১টার পর চুরির ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজে স্বর্ণালংকার চুরির নমুনা দেখা গেছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।  

জানতে চাইলে বাংলাদেশের খবরকে তিনি বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা করেনি কেউ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর