Logo
Logo

রাজধানী

কারওয়ান বাজারের 'চাঁদাবাজ' রাসেল গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:২৭

কারওয়ান বাজারের 'চাঁদাবাজ' রাসেল গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকার রাসেল জমাদ্দার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানা পুলিশ বলছে, রাসেল তালিকাভুক্ত চাঁদাবাজ। 

শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিশেষ অভিযানের মাধ্যমে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্র বলছে, রাসেল জমাদ্দার দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলার তথ্য রয়েছে।

তেজগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজি বন্ধে পুলিশ তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এইচকে/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর