ছবি : সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচরে ছারপোকা তাড়ানোর ওষুধের বিষক্রিয়ায় দুই কারখানার শ্রমিক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কামরাঙ্গীরচরের কয়লাঘাঁট এলাকার শহিদুল্লাহর বাড়ি সাধন ভিলার নিচতলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর এলাকার আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) এবং মো. মোহন (১২)। তারা কামরাঙ্গীরচরের একটি ব্যাগ তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
মো. মুছা জানান, ৩ জানুয়ারি রাতে কারখানায় ছারপোকা তাড়ানোর জন্য ওষুধ ছিটানো হয়। এরপর নাঈম ও মোহন রাতের খাবার খেয়ে দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুরে নাঈমের স্বজন রিয়াজ তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে অন্যান্যদের সহযোগিতায় দরজা ভেঙে দেখেন তারা দুজন কক্ষের ভেতর তোশকের উপর শুয়ে রয়েছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
এসআই মো. মুছা আরও বলেন, ‘ছারপোকা তাড়ানোর ওষুধের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে শনিবার মধ্যরাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।’
এআইবি/এমআই