Logo
Logo

রাজধানী

গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫০

গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিকিৎসাধীন আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

জানা গেছে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসাধীন দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকার কারণে গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে চিকিৎসাধীন আন্দোলনকারীরা প্রতিবাদ জানান এবং তাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।

প্রসঙ্গত, গত শনিবার (৩ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা চালানো হয়। 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর