Logo
Logo

রাজধানী

চাকরি পুনর্বহালের দাবি

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অবস্থান সাব-ইন্সপেক্টরদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:২৩

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অবস্থান সাব-ইন্সপেক্টরদের

চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া ৪০তম (ক্যাডেট) সাব-ইন্সপেক্টররা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে তারা প্রথমে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে এবং পরে রাস্তার বিপরীত পাশে অবস্থান নিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচি পালনরত এসআইরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা দাবি করেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হলেও তা অমানবিক ও বৈষম্যমূলক। 

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, তাদের বিষয় বিবেচনার কোনো সুযোগ নেই। পুলিশে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। শৃঙ্খলা পুলিশের গুরুত্বপূর্ণ বিষয়। তারা প্রশিক্ষণরত অবস্থায় সেটি মানেনি। এখনো তারা রাস্তায় বিশৃঙ্খলা করছে। 

তিনি বলেন, ‘যদি তারা শৃঙ্খল হতো, তাহলে রাস্তায় না দাঁড়িয়ে আইজিপিকে লিখিত আবেদন দিতে পারত। তারা সেটি না করে রাস্তায় অবস্থান নিয়েছে।’ 

সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘রাজশাহীর সারদা পুলিশ একাডেমি উপমহাদেশের সবচেয়ে নামধারী একাডেমিক।  তারা সুনামেও আঘাত করেছেন।’

এদিকে, সচিবালয়ের সামনে অবস্থানরত এসআইরা জানান, প্রথম ধাপে ২৫২ জন, দ্বিতীয় ধাপে ৫৮ জন, তৃতীয় ধাপে ৩ জন এবং চতুর্থ ধাপে ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাদের মতে, এই পদক্ষেপ তাদের সঙ্গে অন্যায় এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

অন্যদিকে, অবস্থান কর্মসূচি পালনরত এসআইদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর ১২টায় সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলতে যায়। তারা আশা করছেন, দ্রুত তাদের দাবির প্রতি সুবিচার হবে।

এসআইরা তাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, ‘আমাদের আর হারানোর কিছু নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর