ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ পুলিশের এক ভুয়া এএসপিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি, ফখরুল ইসলাম বিজয় (৩০)। তিনি পুলিশের এএসপি পরিচয় দিয়ে অভিনব কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানায়, গত বছরের ২৩ অক্টোবর আল-আমিন ঢালীর ফেইক ফেসবুক আইডি থেকে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠানো হয়, যার পরিপ্রেক্ষিতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ফখরুল ইসলাম বিজয় নিজেকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এএসপি পরিচয় দিয়ে আল-আমিনের সাথে যোগাযোগ করেন এবং জিডির সমস্যা সমাধানের জন্য টাকা দাবি করেন। প্রথমে দুই হাজার ১৯০ টাকা, পরে ২৯ অক্টোবরের মধ্যে আরও পাঁচ লাখ ৮৫ হাজার টাকা দাবি করেন।
পরে ফখরুল আরও দশ লাখ টাকা দাবি করেন। তখন আল-আমিন বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর ফখরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে আল-আমিনের ফেক ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুল জানিয়েছে, ‘তিনি কৌশলে থানায় অথবা অনলাইনে দায়েরকৃত মিসিং জিডির কপি সংগ্রহ করতেন এবং নিজেকে এন্টি টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এএসপি পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আল-আমিনের অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে রোববার ফখরুল ইসলাম বিজয়কে নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।’
এনএমএম/এমআই