Logo
Logo

রাজধানী

লুসাকা গার্মেন্টসে যৌন হয়রানির প্রতিবাদে নারী শ্রমিকদের অনশন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৬

লুসাকা গার্মেন্টসে যৌন হয়রানির প্রতিবাদে নারী শ্রমিকদের অনশন

লুসাকা গার্মেন্টস গ্রুপে নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে যৌন হয়রানির শিকার নারী শ্রমিকরা এই অনশন কর্মসূচী আয়োজন করেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অনশনে অংশ নিয়ে জানান, আশুলিয়ায় লুসাকা গার্মেন্টসের দুটি কারখানা রয়েছে—একটি তাম্মাম ডিজাইন এবং অন্যটি বেক নীট। এখানে প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন, যাদের অধিকাংশই নারী। 

তিনি বলেন, এই কারখানার মধ্যম স্তরের কর্মকর্তারা নারী শ্রমিকদের প্রতি অশালীন আচরণ ও যৌন হয়রানি করেন। নারী শ্রমিকদের গায়ে হাত দেওয়া, কু-প্রস্তাব দেওয়া এবং চাকরি হারানোর ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে।

অনশনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, বারবার এসব ঘটনার প্রতিবাদ করা হলেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বরং গত ৪ ডিসেম্বর ৮৫ জন শ্রমিককে চাকরি থেকে ছাটাই করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও কলকারখানা অধিদপ্তরে অভিযোগ জানানো সত্ত্বেও কোন কার্যকর সমাধান আসেনি।

১১ ডিসেম্বর কলকারখানা অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষ দায় স্বীকার করলেও, পরবর্তীতে ২২ ডিসেম্বরের বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানায়। 

এই পরিস্থিতির প্রতিবাদে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ২২ ডিসেম্বর শ্রম উপদেষ্টা ও শ্রম সচিব বরাবর স্বারকলিপি প্রদান করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলস্বরূপ, মঙ্গলবার যৌন হয়রানি ও বেআইনী চাকরি চ্যুতির প্রতিবাদে নারী শ্রমিকরা প্রতিবাদী অনশন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী নারী শ্রমিকরা জানান, তারা যৌন হয়রানি ও অবিচারের শিকার হয়েছেন এবং তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। শিল্প কারখানায় যৌন হয়রানি মুক্তির দাবি জানিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর