যাত্রাবাড়ীতে অজ্ঞাত লাশ উদ্ধার, হাত-পায়ের রগ কাটা
যাত্রাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২০
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে যাত্রাবাড়ী মিরহাজির বাগ তামিরুল মিল্লাত মাদ্রাসা রোডের ইঞ্জিনিয়ার গলির পাকা রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের কর্মকর্তারা জানান, মৃতদেহটি রক্তমাখা কালো শার্ট, গেঞ্জি ও চেক প্যান্ট পরিহিত অবস্থায় পাওয়া যায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মাথার মাঝখানে ও পিঠে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া বাম হাতের রগ কাটা, বাম গোড়ালি, ডান হাঁটু ও গোড়ালিতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দুষ্কৃতকারীরা তাকে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।’
এআই/এমজে