উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী যুবক নিহত
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:৪১
রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মামুনুর রশিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। পেশায় তিনি প্রাইভেটকারচালক ছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মাহবুবুর রহমান বকুল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। ওই সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার দুইজনকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে দুজনই আহত হয়।
তিনি বলেন, পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় চিকিৎসকরা। পরে গুরুতর আহত মামুনুরকে রাতে ঢামেক হাসপাতলে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেটকারসহ চালককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছেন।
মৃতের বড় ভাই মো. হারুনুর রশিদ জানান, মামুনুর পেশায় প্রাইভেটকারচালক ছিলেন। তিনি মাত্র ছয় মাস আগে বিয়ে করেল মামুনুর । বিকেলে ব্যক্তিগত কোন কাজে ওই এলাকায় গিয়েছিলেন। মোবাইল ফোনে খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত মামুনুর ময়মনসিংহের নান্দাইল উপজেলার কোনা পাঁচরুখি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে । তিনি দক্ষিণখান থানার উত্তর আজমপুরে পরিবার নিয়ে থাকতেন।
এআইবি/ওএফ