Logo

রাজধানী

আন্দোলনে নামছে শিক্ষার্থীরা

পলাতক সাবেক ওসিকে খুঁজতে যৌথ বাহিনীর অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬

পলাতক সাবেক ওসিকে খুঁজতে যৌথ বাহিনীর অভিযান

ছবি : সংগৃহীত

গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়া রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গ্রেপ্তারের পর আদালতে সোপর্দের আগেই উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান শাহ আলম।

এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে ওসি শাহ আলম পালিয়েছেন নাকি তাকে কৌশলে ছেড়ে দেয়া হয়েছে? এ ঘটনায় একজন এসআইকে সাসপেন্ড করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)৷

এদিকে ওসি শাহ আলমকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। যদিও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি, জানা যায়নি অবস্থানও।

যৌথ বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তার অবস্থান নির্ণয় করা যায়নি। তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা যাবে৷ 

জানা গেছে, বৃহস্পতিবার ঘটনার পরপরই স্থানীয় শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন। ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় তাকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজের পর উত্তরা পূর্ব থানার পাশে বিক্ষোভ করার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ‘হত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার আসামিকে গ্রেপ্তারের পর থানা হাজতে না রেখে কেন ওসির কক্ষে জামাই আদরে রাখা হয়েছিল? এ থেকেই সন্দেহ তৈরি হচ্ছে জনমনে।’ 

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর