Logo

রাজধানী

রাজধানীতে দুই ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০০:৪৩

রাজধানীতে দুই ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন—এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সভাপতি ওয়াহিদুল হাসান দিপু।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মালটিপ্ল্যান সেন্টারের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের ধারণা, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মালটিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবক অবস্থান করছিল। তাদের সবার পরনে ছিল শীতের পোশাক ও মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। যুবকরা হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা চালায়। গাড়ির বাইরে থাকা একজনকে উপর্যুপরি কোপায়।

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) সহ-সভাপতি মো. নজরুল ইসলাম হাজারী বলেন, ‘রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে।’

দুই ব্যবসায়ী নেতার ওপর হামলার ঘটনায় বিচার চেয়ে শনিবার (১১ জানুয়ারি) দুপুর থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর