শাহবাগে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু, গ্রেপ্তার ১
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৩
প্রতীকী ছবি
রাজধানীর রমনা থানাধীন শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে (১৯) আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, বুধবার (১৫ জানুয়ারি) রাতে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে একটি কুঁড়েঘরে শিশুটিকে ধর্ষণ করে। তার চিৎকারে পথচারী লোকজন এগিয়ে এসে ঐ ছেলেকে আটকে রাখে। সংবাদ পেয়ে সেখান থেকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, শিশুটি নানির সাথে শাহবাগ এলাকায় থাকে। রাস্তায় ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করে। আটক রায়হানও ভাসমান প্রকৃতির যুবক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এআই/এমএইচএস