Logo

রাজধানী

সচিবালয় এলাকায় পুলিশের লাঠিচার্জ, শিক্ষার্থী-পথচারীসহ আহত ৭

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

সচিবালয় এলাকায় পুলিশের লাঠিচার্জ, শিক্ষার্থী-পথচারীসহ আহত ৭

ছবি : সংগৃহীত

সচিবালয় এলাকায় পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও এক পথচারীসহ মোট ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে।

আহতরা হলেন, ইভান তাহসিব (২৩), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ (২২) এবং নেবলা তাসফিয়া তাবাসুম (২২), ঢাবি শিক্ষার্থী মারুক হাসান (২০), নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), ঢাকা কলেজের শিক্ষার্থী পঙ্কজ নাথ সূর্য (৩০), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এছাড়া পথচারী মো. বাবুল (৪৮), একজন চালকও আহত হন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে যখন বিক্ষোভকারী ছাত্ররা রাজু ভাস্কর থেকে শুরু করে শিক্ষা ভবনের সামনে পর্যন্ত মিছিল নিয়ে যাচ্ছিল। 

আহত শিক্ষার্থী ইভান তাহসিব জানান, ‘আমরা আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হই। পুলিশ আমাদের মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় এবং তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।’

এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর