Logo

রাজধানী

পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালত

কামরাঙ্গীরচরে ১ লাখ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০৭

কামরাঙ্গীরচরে ১ লাখ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর কামরাঙ্গীরচরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতের অপরাধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি পলিথিন কারখানা সিলগালা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ১০০ টনেরও বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় পলিথিন কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। 

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কতিপয় অসাধু কারখানার মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলেন। 

তিনি আরও বলেন, কামরাঙ্গীরচরের এসব অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে আজ পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতে লালবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার ওসি উপস্থিত ছিলেন।

মিঠু/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর