Logo

রাজধানী

ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৯

ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

অসুস্থ ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না বাবা আদম আলীর (৫৫)। রাজধানীর মোহাম্মদপুর আসাদগেট এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে তিনি মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, তারা সিএনজি অটোরিকশায় করে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতাল থেকে ইবনেসিনা হাসপাতালের দিকে যাচ্ছিলেন, এমন সময় আসাদগেট এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত আদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

নিহতের ভাতিজা মাসুম জানান, ‘তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মুক্তা রামপুরে। আদম আলী পেশায় কাপড় ব্যবসায়ী। নিহতের ছেলে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তাই চিকিৎসার জন্য তারা ঢাকা আসেন।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আদম আলীর মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত অন্যান্যদের মধ্যে দুজনকে পঙ্গু হাসপাতালে এবং একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজি চালকও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর