Logo

রাজধানী

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবগে ট্যানারির গোডাউনে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে লাগা আগুন বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

ইতোমধ্যে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এক প্লাটুন বিজিবি। সঙ্গে সেনাবাহিনীও রয়েছে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলাদেশের খবরকে বলেন, এটি যেহেতু লেদার গোডাউন, তাই কেমিক্যাল থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। শুরুতে দুই ইউনিট গেলেও এখন ইউনিট বাড়ানো হয়েছে। মোট ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর