ছবি : সংগৃহীত
রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত সাজু গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। মুগদার মান্ডা ঝিলপাড় এলাকায় স্ত্রী জেসমিন ও দুই বছরের পুত্র সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক।
জানা গেছে, সোমবার রাতে সাজু মুগদা থেকে পল্টনে তার কর্মস্থলে যাওয়ার জন্য চাচাতো ভাই বায়জিদের রিকশায় রওনা হন। বিজয়নগরে পৌঁছে বায়জিদ তাকে নামিয়ে দেন। সাজু সেখান থেকে পাশের গলি দিয়ে হাঁটতে শুরু করেন। কিছুক্ষণ পর বায়জিদ একটি চিৎকার শুনতে পান। তখন সাজুকে এতদল দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। গুরুতর আহত সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করলে চিকিৎসকরা মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে চারটায় তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত রয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং দোষীদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এআইবি/এমআই