গুলশানে মানি এক্সচেঞ্জের মালিককে কুপিয়ে কোটি টাকা ছিনতাই
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৩:০০
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
রাজধানীর গুলশানে মানি এক্সচেঞ্জের দুই জনকে কুপিয়ে আহত করে তাদের কাছে থাকা প্রায় কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে গুলশান-২ ডিসিসি মার্কেটের সামনে বরুন বর্মন মার্কেটের "সিটি মানি এক্সচেঞ্জে" এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মানি এক্সচেঞ্জের মালিক আ. কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)।
জানা গেছে, ‘মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কাদের শিকদার ও আমির হামজা মোটরসাইকেলে গুলশানের বাসায় ফিরছিলেন। ডিসিসি মার্কেটের সামনে সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে রড দিয়ে আঘাত করে। পরে হেলমেট, ইট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।’
হামলার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার সঙ্গে চার মাস আগে তাদের বিরুদ্ধে পরিচালিত আরেকটি অপহরণ ও চাঁদাবাজি ঘটনার যোগসূত্র রয়েছে।
আহত আ. কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, ‘চার মাস আগে ইয়াসিন শিকদার নামে এক সন্ত্রাসী আমাকে অপহরণ করে ৭৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় মামলা হলে ইয়াসিন কারাগারে বন্দী ছিল। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিয়ে আসছিল। ইয়াসিন শিকদার ও তার দল এই ছিনতাইয়ে জড়িত।’
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
এআইবি/এমআই