রাজধানীতে দুই যুবককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রাইভেটকারচালক টিপু মিয়া (৩৫) ও ইমরান (৩৪) নামে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় টিপুর কাছে থেকে নগদ সাড়ে ২৮ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই রাতেই তাদের ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে ইমরানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার গলায় ছুরিকাঘাত করা হয়েছিল। আর টিপুকে ৪-৫টি ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের ভাগ্নে আব্দুল আজিজ বলেন, ‘মামা টিপু পেশায় প্রাইভেটকারচালক। তিনি স্ত্রী-সন্তান নিয়ে তার মালিকের বাড়ি খিলগাঁও বাসাবোতে থাকেন। ওই মালিকের গাড়ি চালান।তার মা নুরজাহান মধ্যবাড্ডা এলাকায় বড় ছেলেকে নিয়ে থাকেন। মামা তার মায়ের সঙ্গে প্রায়ই দেখা করতে যান।’
তিনি আরও বলেন, ‘গতরাতেও দেখা করে রিকশায় করে ফেরার পথে মামাকে তার পূর্ব পরিচিত লোক দিয়ে ডেকে নেয়। আনন্দনগর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী লিমন, নুরাসহ ৮-১০ জন মামাকে ও ইমরান নামে আরও একজনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের কাছে থাকা টাকাপয়সা মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।’
এআইবি/এমআই