হাজারীবাগ
ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনতাই
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৫
রাজধানীর হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সেকশন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশী (৩৭) নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহতদের ছোট ভাই জয় রাজবংশী বলেন, আমার বড় ভাই কামরাঙ্গীরচরের ইতি জুয়েলার্সের মালিক। রাতে দোকান বন্ধ করে ৭০ ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেল যোগে হাজারীবাগের বাসায় ফিরছিলেন।
তিনি বলেন, আসার পথে বেড়িবাঁধ সেকশন এলাকায় অজ্ঞাত চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে রাস্তা গতিরোধ করে। এ সময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে। পরে তার বাম পায়ে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
জয় রাজবংশী আরও বলেন, পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার দিবাগত রাতেই চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক ফারুক বলেন, গুলিবিদ্ধ আহত এক ব্যবসায়ী ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সজল রাজবংশী হাজারীবাগ সেকশন জেলেপাড়া এলাকায় থাকেন। তার বাবার নাম খোকন রাজবংশী।
এআইবি/ওএফ