গুলিস্তানে পুলিশ বক্সের পাশ থেকে নবজাতক উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:১৯
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পাশে তোয়ালে ও কম্বলে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতক পুরুষ সন্তানটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন আহাদ পুলিশ বক্সের পাশে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পল্টন থানার পুলিশ।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল আলম বলেন, পুলিশ বক্সের পাশে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় কম্বল ও তোয়ালে মোড়ানো পরে থাকতে দেখে ভাসমান ভবঘুরে মুন্নী নামে এক নারীসহ কয়েকজন। পরে নবজাতকটিকে উদ্ধার করে তারা কোনো (ওয়ারিশ) লোকজন না পেয়ে থানায় নিয়ে আসেন। পরে আমরা নবজাতকটি ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
নবজাতক বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ইসমাত জানান, শিশুটি (অপরিপক্ব) পূর্ণাঙ্গ সময় নিয়ে জন্মগ্রহণ করেনি। তার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। তার ওজনও প্রয়োজনের তুলনায় কম। আমরা পরীক্ষা নিরিক্ষার পর বিস্তারিত বলতে পারব। এ মুহূর্তে বলা যায়, শিশুটির অবস্থা ভালো নেই।
এআই/এমবি