Logo

রাজধানী

শাহবাগে উত্তেজনা

ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান নিক্ষেপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৮

ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান নিক্ষেপ

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রা শাহবাগে থামিয়ে দিয়েছে পুলিশ। এসময় তাদের উপর জলকামান থেকে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ দেয় পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। এখন উভয়পক্ষ মুখোমুখি অবস্থান রয়েছে।

গত আট দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। কিন্তু তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় গত শুক্রবার (২৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণার দিয়েছিলেন তারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছিল।

সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. আল আমিন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট চলমান। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আগামী রোববার (২৬ জানুয়ারি) অবস্থান ধর্মঘট থেকে সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদান করা হবে।’

উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা।

ওএফ


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর