ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এ লাশ উদ্ধার করা হয়।
অজ্ঞাতনামা ওই পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর। তার পড়নে ছিল চেক লুঙ্গি ও ময়লাযুক্ত পোশাক।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এস আই) মো. রাশেদুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ঢামেক হাসপাতালের বহির্বিভাগে অজ্ঞাত ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন তাকে উদ্ধার করে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মৃত ব্যক্তি ভবঘুরে। প্রকৃতির, বার্ধক্য ও অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এআই/এমবি