Logo

রাজধানী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি ইনকিলাব মঞ্চের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৬

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি ইনকিলাব মঞ্চের

ছবি : বাংলাদেশের খবর

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ চার দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টা ৩০ মিনিটের সময় শিক্ষা চত্বরে এ দাবি গুলো জানান। 

তাদের দাবিগুলো হলো :

১. জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে। 

২. সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। 

৩. চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র-জনতার উপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। 

৪. যে সকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামীলীগকে পুনর্বাসনে মদদ দিচ্ছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। 

এর আগে রোববার(২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শিক্ষা চত্বরে আসলে তাদের আটকে দেয় পুলিশ।এ সময় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা করতে দেখা যায়। 

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর