Logo

রাজধানী

বাড়ি ফিরছে কল্পনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

বাড়ি ফিরছে কল্পনা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা (১৩) এখন সুস্থ। সাড়ে তিনমাস চিকিৎসার পর এখন তিন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে আনুষ্ঠানিকভাবে কল্পনাকে বিদায় জানান। 

তবে আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কল্পনাকে তার বাবা মায়ের জিম্মায় দেওয়া হবে।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘শিশু নির্যাতন নিয়ে সবাইকে শক্তিশালীভাবে কাজ করতে হবে। নির্যাতনের হার কমাতে দ্রুত অ্যাকশনে যেতে হবে। কল্পনার চিকিৎসা ও আইনি সহায়তার পাশাপাশি তার পুনর্বাসনের দায়িত্ব নেওয়া হয়েছে। শিশু গৃহকর্মী কল্পনাকে নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে। তাদের আইনি সহযোগিতাসহ যেকোনো সহযোগিতার জন্য আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এখন সে পুরাপুরি সুস্থ। কল্পনা পড়াশোনা করতে চাইলে তাকে সার্বিক সহায়তা করা হবে।’

এই উপদেষ্টা কল্পনার মা বাবার উদ্দেশে বলেন, ‘যদি আসামিপক্ষ কোনো প্রকার লোভ দেখায় অথবা মীমাংসার কথা বলে। আর যদি মীমাংসা করা হয় তাহলে সব প্রকার সুবিধা থেকে বঞ্চিত করা হবে।’

পরে তার পরিবারের হাতে ২৫ হাজার টাকা চেক তুলে দেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। 

কল্পনা হবিগঞ্জের লাখাই উপজেলার শহিদ মিয়া ও আফিয়া বেগমের মেয়ে। পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম।

এআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর