Logo

রাজধানী

দিনের শুরুতেই তীব্র যানজট

বিআরটিএ’র সিদ্ধান্তহীনতার ফল ভুগছে নগরবাসী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬

বিআরটিএ’র সিদ্ধান্তহীনতার ফল ভুগছে নগরবাসী

ছবি : বাংলাদেশের খবর

বিআরটিএ’র সিদ্ধান্তের নেতিবাচক ফল ভোগ করছে রাজধানীর বাসিন্দারা। সিএনজি চালিত অটোরিকশা মিটারের ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

সম্প্রতি বিআরটিএ’র এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করেন চালকরা। আর অবরোধের মুখে এক ঘণ্টাও নিজেদের ঘোষিত সিদ্ধান্ত বলবৎ রাখতে পারেনি বিআরটিএ। ফের প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।

অথচ এরই মধ্যে ভোগান্তির জাঁতাকলে পিষ্ট হয়ে পড়ে নগরবাসী। সকাল থেকেই চালকদের অবরোধের কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

রোববার সকাল থেকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, ঢাকার রামপুরা, মিরপুর-১, মিরপুর-১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখা হয়েছে।

সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করলেও জটলা কাটেনি। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটি পালনকারী মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘সিএনজি চালকেদর একটাই দাবি- তারা মিটারে চালাবেন না। এই কারণে সড়ক অবরোধ করেছে।’

যাত্রীসহ সড়কে চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে অবরোধকারীদের। চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে দেওয়া নির্দেশনা স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশকে এক চিঠি পাঠিয়ে ১০ ফেব্রুয়ারির আদেশটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে বিআরটিএ।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর