Logo

রাজধানী

ঢামেকে কারাবন্দির মৃত্যু

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৬

ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রুবেল চন্দ্র পাল (৪২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. জুলহাস আলীসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  

মৃত রুবেল চন্দ্র পালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নুরসোনাপুর গ্রামে। তার বাবার নাম দীলিপ চন্দ্র পাল।

এআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর