Logo

রাজধানী

ধর্ষণের প্রতিবাদে আসাদগেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬

ধর্ষণের প্রতিবাদে আসাদগেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর আসাদগেটে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। ফলে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চলছে আরেক পাশ দিয়ে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক অবরোধ করেন কিছু শিক্ষার্থী ও জনতা।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, দুপুরের দিকে ছাত্র-জনতা আসাদগেট এলাকার সড়ক অবরোধ করেছে। এখানকার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

এর আগে সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকাল সাড়ে ১০টায় ইডেন মহিলা কলেজের বকুলতলায় বিক্ষোভ সমাবেশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

উল্লেখ্য, একই ইস্যুতে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর