Logo

রাজধানী

রাজধানীতে গত রাতের অপরাধের চিত্র

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭

রাজধানীতে গত রাতের অপরাধের চিত্র

রাজধানী ঢাকায় গত রাতজুড়ে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে। এতে নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ধানমন্ডির শংকরে সন্ত্রাসীদের মহড়া, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাই এবং গোড়ানে এক ব্যক্তিকে কুপিয়ে লুটের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। পরে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাত তিনটায় জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ধানমন্ডিতে সন্ত্রাসীদের মহড়া
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাতদলের উপস্থিতির ঘোষণা দিলে বাসিন্দারা সতর্ক হন। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পথচারীরা নিরাপদ আশ্রয়ে চলে যান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা পুলিশের সহযোগিতা চাইছেন। তবে, ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এটি ছিল ভুল বোঝাবুঝির ঘটনা। কিছু তরুণ চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন, যা দেখে এক ব্যক্তি মসজিদের মুয়াজ্জিনকে ভুল তথ্য দেন। পরে আতঙ্ক সৃষ্টি হয়। তদন্তে দেখা গেছে, তারা কোনো ধরনের অস্ত্র বহন করছিল না।’

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাই
রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৩) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। তিনজন অস্ত্রধারী মোটরসাইকেলে এসে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পাশের ভবনের বাসিন্দারা ঘটনাটি ভিডিও করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আনোয়ার প্রতিরোধ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। 

আনোয়ারের বন্ধু মজিবুর রহমান জানান, তিনি (আনোয়ার) দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসা করছেন। প্রতিদিনের মতো দোকান থেকে বাসায় ফিরছিলেন। দুর্বৃত্তরা তাকে দোকান থেকেই অনুসরণ করছিল।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম বলেন, ‘গুলিবিদ্ধ আনোয়ারকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।’

গোড়ানে কুপিয়ে লুট
রাতের আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে গোড়ান এলাকায়। সেখানে এক ব্যক্তিকে কুপিয়ে তার সবকিছু লুট করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

নগরবাসীর উদ্বেগ
এক রাতের মধ্যে রাজধানীতে একাধিক অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধ দমনে পুলিশের টহল জোরদার করা, সিসিটিভি ক্যামেরা কার্যকরভাবে মনিটর করা এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা জরুরি।

গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন
ঢাকায় এসব ঘটনার পর রাত ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটায় এক জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর