Logo

রাজধানী

৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৭

মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল

ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্বে অতিষ্ঠ রাজধানীর মোহাম্মদপুরের সাধারণ বাসিন্দারা। এমন পরিস্থিতিতেও পুলিশের নীরব ভূমিকায় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল ও বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেয় স্থানীয় ছাত্র-জনতা।

এ সময় মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা অপরাধ প্রতিনিয়ত বাড়ছে। মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহতা সারাদেশের মানুষ দেখলেও মোহাম্মদপুর থানার ওসির ঘুম ভাঙেনি। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম দেওয়া হলো। এই সময়ের মধ্যে ওসিকে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দেওয়া হবে।

মোহাম্মদপুরের বাসিন্দা ইশতিয়াক সজীব বলেন, আমরা গত কয়েকদিন ধরে দেখছি মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। মোহাম্মদপুরের অলিগলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটছে। অথচ থানার বর্তমান ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তার অধীনস্থ এলাকার এমন পরিস্থিতিতে তার ইন্ধন রয়েছে। না হয় কীভাবে একটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়। আমরা চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসিকে দ্রুত অপসারণ করবে পুলিশ সদর দপ্তর। না হয় ৪৮ ঘণ্টা পর আমরা পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চ করবো। 

আরেক বাসিন্দা ইসমাইল পাটোয়ারী বলেন, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে আমাদের। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থেকেও তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। কোথাও প্রকাশ্যে কিশোর গ্যাং সদস্যরা হামলা করলে কিংবা ছিনতাইকারীরা ছিনতাই করলে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা দেখাচ্ছে। আমরা মোহাম্মদপুর থানাও ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ চাই। তাকে অপসারণ না করা হলে আমরা পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চ করব।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর