Logo

রাজধানী

উত্তরায় ফুটওভার ব্রিজে ঝুলিয়ে ২ ছিনতাইকারীকে গণধোলাই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬

উত্তরায় ফুটওভার ব্রিজে ঝুলিয়ে ২ ছিনতাইকারীকে গণধোলাই

রাজধানীর উত্তরায় দুই ছিনতাইকারীকে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বাংলাদেশের খবরকে বলেন, ওই দুজনকে উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করেছি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুজন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়ে। পরে পথচারীরা তাদের ফুটওভার ব্রিজে নিয়ে গণপিটুনি দেয়। 

এদিকে গণপিটুনি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, বেশ কয়েকজন পথচারী দুজন যুবকের পায়ে রশি বেঁধে ফুটওভার ব্রিজের ওপরে উল্টো করে ঝুলিয়ে রাখেন। পরে লাঠি দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়।

  • এনএমএম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর