কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নবম দিনের মত ফেরি চলাচল বন্ধ রয়েছে। ড্রেজিংয়ের কাজ প্রায় শেষ হওয়ায় দুপুরের পর থেকে পরীক্ষামূলক ফেরি চালানোর কথা রয়েছে।
ড্রেজিংয়ের কাজ প্রায় শেষ হওয়ায় দুপুরের পর থেকে পরীক্ষামূলক ফেরি চালানোর কথা রয়েছে।
স্রোতে ভেসে আসা ময়লা আবর্জনা আটকে ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকলেও লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে পদ্মায় ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে। কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।
তীব্র স্রোত, নাব্য সংকট ও পদ্মাসেতুর নিরাপত্তার জন্য তেশরা সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় অচলাবস্থা দেখা দিয়েছে ব্যস্ততম কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। এতে দুর্ভোগে পড়েছেন ঘাটে আটকে পড়া পরিবহণ ও ট্রাক চালকরা।