Logo

সারাদেশ

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বাসস্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় চিনি বোঝাই ট্রাক উল্টে শামসুল ইসলাম (৪০) নামে একজন নিহত হন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন। 

অন্যদিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল থাকা অপর দুই আরোহী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চিনি বোঝাই একটি ট্রাক বান্দরবান আসছিল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ট্রাকটি বান্দরবান বাসস্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে চাপা পড়ে সহকারী চালক শামসুল ইসলাম (৪০) মারা যায়। এ ঘটনায় আহত হন ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত শামসুল ইসলাম ময়মনসিংহের বাসিন্দা বলে জানা গেছে।

অন্যদিকে, একই দিন সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের কেরানিহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মো. হোসেন (২৮) মারা যান। নিহত হোসেন বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ পাঁচজন। নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহেল কান্তি নাথ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর