Logo

সারাদেশ

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারকে ইউএনডিপির সহায়তা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারকে ইউএনডিপির সহায়তা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮২টি পরিবারকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আয়োজনে দ্বিতীয় পর্যায়ের সহায়তা বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোকে নন-ফুড আইটেম হিসেবে কাঁদাল, বালতি, মগ, জগ, বদনা, কলসি, মশারি ও কম্বলসহ ৮টি সামগ্রী প্রদান করা হয়।

এর পাশাপাশি ইউএনডিপি ঢাকা অফিসের প্রক্রিয়াধীন প্রকল্পের আওতায় ৮০০টি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর-বাড়ি মেরামতের জন্য বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা করে প্রদানের কার্যক্রম চলছে। ফেনী সদর উপজেলায় ইতোমধ্যেই ৫৭২টি নন-ফুড আইটেম বিতরণ করা হয়েছে। বাকি ২২৮টি পরিবারকে আগামী ৫ মার্চ এর মধ্যে এসব সামগ্রী প্রদান করা হবে বলে জানা গেছে।

এছাড়া দ্বিতীয় পর্যায়ে ফেনী সদর উপজেলায় ৩০০ পরিবারকে দুর্যোগ সহনশীল টেকসই ও সাশ্রয়ী মূল্যে ঘর মেরামতের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৫০ পরিবারকে ‘জরুরি দুর্যোগ ক্ষতিগ্রস্ত জনগণের জেন্ডার সমতা ও জীবিকা বিষয়ক প্রশিক্ষণ’ও প্রদান করা হয়েছে।

এ সময় ইউএনডিপির কমিউনিটি মবিলাইজেশন অ্যাসোসিয়েট প্রকৌশলী মো. রুহুল আমিন, উপজেলা শেল্টার ফ্যাসিলিটেটর মো. মুকুল কান্তি সাহা ও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর