Logo

সারাদেশ

সুন্দরব‌নের জীববৈ‌চিত্র্যের চিত্র আঁকলেন শিক্ষার্থীরা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, খুলনা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

সুন্দরব‌নের জীববৈ‌চিত্র্যের চিত্র আঁকলেন শিক্ষার্থীরা

সুন্দরবন নানা ধরনের প্রাণীবৈচিত্র্যে অনন্য। রয়েল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হলো সুন্দরবন। সেই বাঘ সংরক্ষ‌ণে নানা উদ্যোগ নি‌য়ে‌ছে বন‌ বিভাগ। এরই অংশ হি‌সে‌বে গণস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে চিত্রাংকন প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

স‌রেজ‌মিন বুধবার (২৬ ফেব্রুয়া‌রি) সকা‌লে সুন্দরবনের কোল‌ঘেষা কা‌শিয়াবাদ ফ‌রেস্ট স্টেশ‌নে গিয়ে দেখা যায়, কোমলম‌তি শিক্ষার্থীরা রং তু‌লি ব্যবহার ক‌রে সুন্দরবনের প্রাকৃ‌তিক সৌন্দর্য ও জীববৈ‌চিত্র্যে বিষ‌য়ে চিত্র আঁক‌ছেন। উপকূ‌লের শতা‌ধিক শিক্ষার্থী নি‌জের পছন্দমতো দৃশ্য আঁক‌ছেন ও ম‌নের আনন্দে রং কর‌ছেন। ‌কেউ গাছপালাসহ হ‌রিণ ও বা‌ঘের ছ‌বি আকঁ‌ছেন, কেউ আবার পশুপা‌খির সং‌মিশ্রণে প্রাকৃ‌তিক সৌন্দর্য তু‌লে ধর‌ছেন। এসব চিত্রকর্ম দেখেছেন বন‌বিভা‌গের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অ‌ভিভাবকরা। বি‌ভিন্ন চি‌ত্রে সুন্দরব‌নের প্রতিচ্ছ‌বি দেখ‌তে পে‌য়ে মুগ্ধ হ‌য়ে‌ছেন তারা।

সুন্দরবন প‌শ্চিম বন‌ বিভাগের আওতাধীন খুলনা রে‌ঞ্জের উদ্যো‌গে কা‌শিয়াবাদ ফ‌রেষ্ট ক্যাম্পে এ চিত্রাংকন প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়। বাঘ সংরক্ষণ প্রক‌ল্পের আওতায় গণস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে এ আয়োজন করা হয়। বন‌ বিভা‌গের পক্ষ থে‌কে প্রত্যেক প্রতি‌যো‌গীকে টি-শার্ট, আর্ট পেপার, রং পে‌ন্সিল বক্স, রাবার ও কাঠ পেন্সিল সরবরাহ করা হয়। 

প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণকারী‌দের মধ্যে থে‌কে ১০ জন‌কে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতর‌ণ অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন খুলনা রে‌ঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শ‌রিফুল ইসলাম। 

তি‌নি ব‌লেন, ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ ও বাঘ-মানুষের দ্বন্দ্ব নিরসনে ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’ গ্রহণ করা হয়। ক্রমাগত সুন্দরবনের বাঘ বাড়‌ছে। ২০১৫ সালে বাঘ ছিল ১০৬টি, ২০১৮ সালে ছিল ১১৪টি ও সর্ব‌শেষ ২০২৪ সা‌লের জ‌রিপ অনুযা‌য়ী বাঘ র‌য়ে‌ছে ১২৫‌টি।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর