Logo

সারাদেশ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পেটালেন যুবদল নেতা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পেটালেন যুবদল নেতা

ফেনীতে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওমর ফারুকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় তার ওপর হামলা হয়েছে।

ওমর ফারুক বলেন, ‘কয়েক দিন আগে দৈনিক ইনকিলাবে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় যুবদল নেতার জামাই ফারুক হুমকি দিয়ে আসছেন। আজকে তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়েছে। এতে মারাত্মক আহত হই।’ 

বর্তমানে ওমর ফারুক ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করবেন। বৃহস্পতিবার ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

  • এম. এমরান পাটোয়ারী/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর