Logo

সারাদেশ

নাগরিক প্রতিরোধ কমিটি গঠনের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২

নাগরিক প্রতিরোধ কমিটি গঠনের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে এলাকাভিত্তিক নাগরিক প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাগেরহাট সদর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘ঘানা সম্মেলন-২৫-এ এ দাবি জানানো হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি আল-মাশকুর এবং সাধারণ সম্পাদক বাকি বিল্লাহের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

তিনি বলেন, ‘স্বৈরাচার পতনের ছয় মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠবে।’  

তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে এখনো স্বৈরাচার সরকারের কিছু অবশিষ্টাংশ রয়ে গেছে, যারা বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তিনি বলেন, ‘এখনো কেন তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি? এর দায় সরকারকেই নিতে হবে।’  

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

সম্মেলনের বক্তারা রাজনৈতিক বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেখ আবু তালেব/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর