Logo

সারাদেশ

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় ফরিদপুরের ভাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি শুক্রবার সকালে (২৮ ফেব্রুয়ারি) নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল।

বুধবার রাতে (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুর পুলিশ লাইন থেকে ঢাকার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। শফিকুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

সম্প্রতি তিনি গণঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলায় তোলপাড়ের সৃষ্টি হয়।

এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা ইস্যু করা হয়েছিল। ওই মামলায় ওয়ারেন্ট জারি হলে ফরিদপুর থেকে তাকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তবে মামলার নম্বরটি এখনও পাওয়া যায়নি।

মোসলেউদ্দিন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর