Logo

সারাদেশ

ফরিদগঞ্জে ওয়ানলাইট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

জেলা প্রতিনিধি, চাঁদপুর

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭

ফরিদগঞ্জে ওয়ানলাইট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় দিনব্যাপী ক্যাম্পটি শুরু হয়।

আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্প আয়োজন করা হয়েছে। দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেছেন ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

ফ্রি চিকিৎসা ক্যাম্পটির মিডিয়া পার্টনার বাংলাদেশের খবর। স্বেচ্ছাসেবী অংশীদার HOV AUST চ্যাপ্টারের নেতৃত্বে রয়েছেন আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার শাহ মোর্তুজা মোর্শেদ ও আফিয়া আহসান। ল্যাব সাপোর্টে অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (ওএসএইচইএফইএস)। ক্যাম্পে বিনামূল্য ডায়াবেটিস, ইসিজি, ইইজি পরীক্ষা করা হয়।

এ বিষয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা নূর সারা কাদের বলেন, ‘ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে আমাদের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা দেওয়া নয় বরং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। সুস্থ জীবনযাত্রার বিষয়ে মানুষকে আরও আগ্রহী করে তোলা।’

‘দ্যা ওয়ানলাইট ফাউন্ডেশন‘ সমাজের নানা ইস্যুতে ইতিবাচক পরিবর্তনে কাজ করছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশ প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর