Logo

সারাদেশ

গণতান্ত্রিক ছাত্র সংগঠন থেকে সজিব-আম্মারের পদত্যাগ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪

গণতান্ত্রিক ছাত্র সংগঠন থেকে সজিব-আম্মারের পদত্যাগ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন থেকে এবার পদত্যাগ করলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজিব এবং যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন আম্মারও। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। 

সাংবাদিক সম্মেলনে তারা লিখিত বক্তব্যে জানান, ‘চব্বিশের জুলাইয়ে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশের বুকে গেঁড়ে বসা গণতন্ত্রের মোড়কে এক ভয়ঙ্কর স্বৈরাচারী শাসনামলের পতন ঘটাতে সক্ষম হয়েছি। এই যাত্রায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এমন ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। ছাত্রজনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা এ অসাধ্য সাধন করতে পেরেছি।’

‘কিন্তু মাত্র কিছু সময়ের ব্যবধানে আমাদের মাঝে বিভাজন ও আধিপত্য বিস্তারের রাজনীতি আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কাঙ্ক্ষিত বৈষম্যহীন, আধিপত্য বিহীন বাংলাদেশ এখন অবধি বাস্তবায়ন করা যায়নি। ফলশ্রুতিতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্টেইকহোল্ডারসহ জনগণের সর্বস্তরে বিভাজন লক্ষ্যণীয়। এ বিভাজনকে সঠিকভাবে মূল্যায়ন না করে ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে না।’

পদত্যাগের ঘোষণা দিয়ে তারা বলেন, ‘আমাদের স্পষ্ট বার্তা হলো ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন অবধি আমরা তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যেতে আগ্রহী না। আর তাই উক্ত পদগুলো থেকে আমরা সবাই পদত্যাগ করলাম।’

আবু সাঈদ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর