Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যুবক নিহত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ডিজেলের ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির ধাক্কায় জুনায়েদ সিদ্দিকী নিশাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চন্ডিপুর এলাকায় ঠাকুরগাঁও-গড়েয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ সিদ্দিকী নিশাত দক্ষিণ সালন্দর এলাকার নুরুজ্জামানের ছেলে এবং আহত পার্থ (১৮) পৌর শহরের শান্তিনগর এলাকার নিতাই বর্মনের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা দুজনেই পৌরসভা এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে গড়েয়া যাচ্ছিলেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম জানান, ঠাকুরগাঁও থেকে গড়েয়া অভিমুখে মোটরসাইকেলটি যাচ্ছিল। অপর দিকে গড়েয়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল পাওয়ার ট্রলিটি। চন্ডিপুর এলাকায় দুটি যানবাহন মুখোমুখি ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী জুনায়েদ সিদ্দিকী নিশাত এবং তার সঙ্গী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু সালেহ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর