Logo

সারাদেশ

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত বিরোধে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারি থামাতে গিয়ে গরু ব্যবসায়ী সুফি শেখ (৩৫) নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের পশ্চিমপাড়া লাকিরমোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সুফি শেখ ওই গ্রামের মৃত নবাব শেখের ছেলে। আহতরা হলেন- আফছার শেখের ছেলে শামসুল মৃধা ও বাবর আলী শেখের ছেলে সবুজ মিয়া। শামসুল মৃধার অবস্থা আশঙ্কাজনক। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দারের দুই ছেলে সাকেন জোয়ার্দার ও সিদ্দিক জোয়ার্দার (অরফে ইঁদুর) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে জড়িয়েছিলেন। শুক্রবার সকালে সিদ্দিক জোয়ার্দার সাকেনের লাগানো কলাগাছ কেটে ফেলেন। এতে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। প্রতিবেশী সুফি শেখ, শামসুল মৃধা ও সবুজ মিয়া তাদের মারামারি থামাতে গিয়ে সিদ্দিক জোয়ার্দার (ইদু) ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লাঙ্গলবাঁধ প্রাইভেট ক্লিনিক এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সুফি শেখ দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিক জোয়ার্দারকে (ইদু) আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর