Logo

সারাদেশ

আশুলিয়ায় মমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭

আশুলিয়ায় মমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় মমিনুল ইসলাম মমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসীসহ নিহতের স্বজনরা। এ সময় তারা হত্যার মূলহোতা রুবেল হোসেন মুন্সিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশুলিয়া প্রেসক্লাবে এসে শেষ হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মমিন হত্যার মূলহোতা রুবেল এলাকার চিহ্নিত মাদককারবারি। এমন কোনো অপরাধ নাই, যার সাথে রুবেল জড়িত না। পূর্ব পরিকল্পিতভাবে মমিনকে হত্যা করেছে। আমরা তার দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাই।

আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবার ও স্বজনরাসহ দুই শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা ‘সি ব্লক’ এলাকায় মমিনুল ইসলাম মমিনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি রুবেল হোসেন মুন্সি এখনও পলাতক রয়েছে।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর