Logo

সারাদেশ

পরশুরামে ৩’শ পরিবার পেল ইফতার সামগ্রী উপহার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

পরশুরামে ৩’শ পরিবার পেল ইফতার সামগ্রী উপহার

ফেনীর পরশুরামের সাউথ কোলাপাড়া স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরির উদ্যোগে ৩’শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দক্ষিণ কোলাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনির নেতৃত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা ছাত্রদলের সদস্য ইউসুফ সুফলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন টিপু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সেলের সদস্য তানজিদুল ইসলাম রিশাদ।

পৌর এলাকার দক্ষিণ কোলা পাড়ায় সংগঠনটি শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর