Logo

সারাদেশ

তরমুজ লুটের প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬

তরমুজ লুটের প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে তরমুজ চাষির কাছ থেকে চাঁদাবাজি ও তরমুজ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত খান ও তার ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শতাধিক নারী-পুরুষ চন্দ্রদ্বীপ বাজারে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মানিক ব্যাপারী গত ২৪ ফেব্রুয়ারি তার ক্ষেত থেকে ৮৬০ পিস তরমুজ সংগ্রহ করে ট্রলারে উঠিয়ে বরিশালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুপুর ১২টার দিকে সাইফুল ইসলাম তার দলবল নিয়ে ট্রলারের চালক মো. আরিফকে মারধর করেন এবং তরমুজভর্তি ট্রলারটি ছিনিয়ে নিয়ে নিমদী লঞ্চঘাট এলাকায় নিয়ে যান।

খবর পেয়ে কৃষক মানিক ব্যাপারী তরমুজ ফেরত চাইতে গেলে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং অন্য একটি ট্রলারে করে তরমুজগুলো লুট করা হয়। শেষ পর্যন্ত ৫ হাজার টাকা দিয়ে খালি ট্রলারটি উদ্ধার করতে বাধ্য হন চাষি মানিক।

এ ঘটনায় কৃষক মানিক ব্যাপারী বাদী হয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, তার ছেলে সাইফুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাইফুল ও তার বাবা এনায়েত খান দীর্ঘদিন ধরে অবৈধ দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। কৃষক মানিক অভিযোগ করেন, বিএনপি নেতা এনায়েত খান তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন ও হুমকি দিচ্ছেন।

অভিযুক্ত বিএনপি নেতা এনায়েত হোসেন খান অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজ জানান, তিনি ঢাকায় বিএনপির একটি প্রোগ্রামে রয়েছেন। তবে স্থানীয়ভাবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মজিবুল হক বলেন, এ পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদী চাইলে হুমকির বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর