Logo

সারাদেশ

কালিয়াকৈরে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯

কালিয়াকৈরে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজারে ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের উচ্ছেদ বন্ধ ও পুনরায় ব্যবসার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজারে আয়োজিত এ মানববন্ধনে প্রায় ৩০০ ক্ষুদ্র ও হকার ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সফিপুর বাজারের ফ্লাইওভার ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরা দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে গত কয়েক মাস ধরে হাইওয়ে পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের দোকানপাট সরিয়ে দেয়। যার ফলে তারা চরম সংকটে পড়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সাহেদ মেহরাজ, দেলোয়ার হোসেন, আবেদ আলী, জসিম শেখ, শহিদুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নিচে খালি জায়গায় ব্যবসা করছিলাম। কিন্তু সম্প্রতি আমাদের উচ্ছেদ করায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সন্তানদের স্কুলের বেতন পর্যন্ত দিতে পারছি না। অন্তত রমজান মাস উপলক্ষে আমাদের ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

তারা দ্রুত পুনর্বাসনসহ ব্যবসা চালুর অনুমতির দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দেলোয়ার হোসেন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর