Logo

সারাদেশ

নওগাঁয় হেরোইনসহ পাইলট গ্রেপ্তার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

নওগাঁয় হেরোইনসহ পাইলট গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটের মুরগি পট্টি এলাকা থেকে পাইলট নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত পাইলট কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি হাট এলাকার আব্দুল মজিদ হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত পাইলটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার নওগাঁ ডিবি পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের পর তাকে আদালতে পাঠানো হবে।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর